Site icon Jamuna Television

টাইফুন ‘ফাক্সাই’র তাণ্ডবে বিপর্যস্ত টোকিও

টাইফুন ‘ফাক্সাই’র তাণ্ডবে বিপর্যস্ত জাপানের রাজধানী টোকিও। রোববার রাত থেকে হচ্ছে প্রবল বৃষ্টি ও ভূমিধস।

দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, ঝড়ের গতিবেগ ঘণ্টায় ২১০ কিলোমিটার।

টাইফুনের কারণে টোকিওর কেন্দ্রস্থল থেকে প্রায় চার লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাবার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রাণহানির শঙ্কার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এরইমাঝে, ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রাখা হয়েছে শতাধিক বুলেট ট্রেন সার্ভিস এবং বিমান ফ্লাইটের চলাচল। বিদ্যুৎ বিচ্ছিন্ন ২ লাখ ৯০ হাজার ঘরবাড়ি ও স্থাপনা। জাপানের উত্তরাঞ্চলের দিকে সরে যাচ্ছে টাইফুন ফাক্সাই।

এর আগে, উত্তর কোরিয়ায় তাণ্ডব চালায় ঝড়টি। সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতির; প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫ জন।

Exit mobile version