Site icon Jamuna Television

কুমিল্লার বুড়িচংয়ে বন্দুকযুদ্ধে নিহত ৩

কুমিল্লার বুড়িচংয়ে কথিত বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহতরা ডাকাতদলের সদস্য।

ভোররাতে বুড়িচংয়ের কামাল্লা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে কামাল্লা গ্রামে অভিযানে যায় তাদের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে সংঘবদ্ধ ডাকাত দল। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে গুরুতর আহত বাবুল, এরশাদুল ও ওলি মিয়াকে কুমিল্লা মেডিকেলে নেয়ার পর মৃত ঘোষণা করে চিকিৎসক।

এ ঘটনায় বুড়িচং থানার ওসিসহ ৪ জন আহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা অস্ত্র, ডাকাতির একাধিক মামলার আসামি।

Exit mobile version