Site icon Jamuna Television

শিক্ষকের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে নোবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুস সালাম হলে ছাত্রলীগের দু-গ্রুপের সংঘর্ষের সময় একই হলের প্রভোস্ট ও মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. ফিরোজ আহমদ এর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শিক্ষকদের কর্মবিরতির ঘোষনা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সকল প্রকার পাঠদান, প্রেজেন্টেশন, ক্লাস টেস্ট, সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিভাগের টার্ম ফাইনাল পরীক্ষাগুলো এ কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

এদিকে গতকাল রবিবার হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মো মহসিন ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর পদত্যাগ পত্র দিলেও ভিসি তা গ্রহণ করেননি।

উল্লেখ্য, গেল ১ সেপ্টেম্বর অধ্যাপক ড. ফিরোজ আহমদ এর উপর হামলার পরদিন এক বিবৃতিতে শিক্ষক সমিতি জানান, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ৯ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবে শিক্ষক সমিতি। সে হিসেবে আজ থেকে তাদের কর্ম বিরতি চলছে।

Exit mobile version