Site icon Jamuna Television

‘এরশাদকে ক্ষমতা দখলের সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

এরশাদকে ক্ষমতা দখলের সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। তাই তার দলকে নিয়েই সরকার ক্ষমতা দখল করে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার সকালে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বরাবরই এরশাদের কর্মকান্ডের সুবিধা নিয়েছে আওয়ামী লীগ। জিয়াউর রহমানকে নিয়ে সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য অসত্য বলেও দাবি করেন মির্জা ফখরুল।

তিনি আরো বলেন, খালেদা জিয়াকে প্রতিহিংসামূলকভাবে আটকে রেখেছে সরকার। সম্মিলিত প্রচেষ্টায় খালেদা জিয়াকে মুক্ত করে গনতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।

Exit mobile version