Site icon Jamuna Television

অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে নুরুজ্জামান নামের অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকালে শহরের হামদহ দাসপাড়া এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুজ্জামান নিজের ৩য় তলার একটি বাড়িতে ২য় তলায় সে ও তার স্ত্রী এবং ৩য় তলায় তার সন্তানেরা বসবাস করে। গতকাল তার স্ত্রী আত্মীয় বাড়ি বেড়াতে গেলে নিহত নুরুজ্জামান বাসায় একা ছিলেন। রাতে নুরুজ্জামানকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা । সকালে গলায় গামছা ও পা বাধা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্বজনরা পুলিশের খবর দেয় ।

পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। কে বা কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। নুরুজ্জামান গত ৭ মাস আগে বিজিবি থেকে অবসর গ্রহণ করেন।

Exit mobile version