Site icon Jamuna Television

কারাগার থেকে মুক্তি পেয়েই পেলো ভ্যান, রিকশা, ছাগল, সেলাই মেশিন

নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তির সময় ১১ ব্যক্তিকে ভ্যান, রিকশা, ছাগল ও সেলাই মেশিন দেয়া হয়েছে।

কারাগারে বন্দী সংশোধন ও পুর্নবাসনের আওতায় আজ দুপুরে জেলখানার সামনের ফটকে এসব সামগ্রী বিতরণ করেন নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদ। এসময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, জেলখানায় নিয়ম শৃঙ্খলা মেনে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দেয়ার কারামুক্ত এই ১১ ব্যক্তিকে কর্মমূখী সহায়তা প্রদান করা হয়। বিভিন্ন অপারাধে জড়িয়ে দণ্ডপ্রাপ্ত হয়ে আদালতের রায়ে দীর্ঘদিন ধরে কারাগারে ছিলো তারা।

Exit mobile version