Site icon Jamuna Television

বিয়েতে গিয়ে খুঁজে পেলেন নিজের ‘কার্বন কপি’ (ভিডিও)

বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানের নিমন্ত্রণে গিয়ে মানুষ অনেক পরিচিত, পুরনো ও আপনজনের সাক্ষাৎ পায়। বর-কনেকে ঘিরে মূল অনুষ্ঠান আবর্তিত হতে থাকলেও এই উপলক্ষ্যে সবাই সামাজিক যোগাযোগগুলোকে আরেকটু ঝালিয়ে নিতে চান। কিন্তু, মালয়েশিয়ার আমির জুলফাজলি যেন ভাবনার চেয়েও বেশি কিছু পেয়ে গেলেন। একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে তিনি খুঁজে পেয়েছেন তার কার্বন কপিকে!

আমিরের এই ঘটনায় সবাই বেশ মজা পেয়ে গেছেন। আমিরেরও হাসিও যেন থামছিল না। আকস্মিক খুঁজে পাওয়া লুক অ্যালাইক যে শুধু দেখতেই তার মতো তা নয়, আরও বিস্ময়কর কিছু মিল ছিল দু’জনার। আমিরের মতোই চশমা পরে ছিলেন তিনি। দুই জনেই ছিলেন চকচকে ন্যাড়া মাথায়। শুধু তাই নয়, তাদের দু’জনের গায়েই ছিল একই রঙের টি-শার্ট! এতকিছু দেখে তো যে কারও হতবাক হয়ে যাওয়ারই কথা।

প্রবাদে আছে- একজন মানুষ জীবদ্দশায় তার মতো ৭ জনের লোকের সাক্ষাৎ পাওয়ার সম্ভাবনা থাকে। অতএব, প্রস্তুত থাকুন আপনার লুক অ্যালাইকের সাক্ষাৎ পাওয়ার জন্য। তবে, আমিরের মতো আপনার লুক অ্যালাইকও সে সময় একই পোশাক পরে থাকবে সে আশা না করাই ভালো।

Exit mobile version