Site icon Jamuna Television

উপাচার্যের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে জাবিতে মৌন মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প- এর কাজে বাঁধা সৃষ্টি এবং উপাচার্যের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যপন্থী শিক্ষকরা।

সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পুরাতন প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। দেড় শতাধিক শিক্ষককের অংশগ্রহণে মৌনমিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবিরের সঞ্চালনায় ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’- এর সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘একটি মহল উন্নয়ন বন্ধ করার জন্য চক্রান্ত করছে। আমি বিশ্বাস করি তাদের চক্রান্ত সফল হবে না।

মৌনমিছিল ও প্রতিবাদ সমাবেশে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ এর সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক সোহেল আহমেদ, অধ্যাপক আলী আজম তালুকদার, অধ্যাপক আবদুল্লাহ হেল কাফী, অধ্যাপকা রাশেদা আখতার সহ দেড় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

Exit mobile version