Site icon Jamuna Television

ইজিবাইক চালককে গলা কেঁটে হত্যা করে ব্যাটারি ছিনতাই

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
গোপালগঞ্জে সোহান সিকদার (১৮) নামে এক ইজিবাইক চালককে গলা কেঁটে হত্যা করা হয়েছে। পরে ইজিবাইক থেকে ৪টি ব্যাটারি খুলে নিয়ে যায় হত্যাকারীরা। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় তহসিল অফিসের কাছ থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত সোহান সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নিলখী গ্রামের গোলাম সিকদারের ছেলে। এ ঘটনায় পুলিশ একই ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের আলাল ফরাজীর ছেলে শাওন ফরাজীকে (২৫) আটক করেছে।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে শাওন ফরাজী গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকায় কবিগান শুনতে যাওয়ার জন্য সোহান সিকদারের ইজিবাইক ভাড়া করে। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোন সন্ধান পাননি। পরে স্থানীয় লোকজন করপাড়া এলাকার মধুমতি নদীর বিলরুট ক্যানেলের মধ্যে ফেলে দেয়া ইজিবাইক দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সোহান সিকদারের ইজিবাইক উদ্ধার করে। হত্যাটি রবিবার দিবাগত রাতে যে কোন সময় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ইজিবাইক উদ্ধার হওয়ার পর নিহতের স্বজনরা শাওন ফরাজীকে বাড়ি থেকে ধরে গণ-পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।

Exit mobile version