Site icon Jamuna Television

বজ্রপাতে কাঠ মিস্ত্রীর মৃত্যু

প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর

মাদারীপুরের শিবচরে বজ্রপাতে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

জানা যায়, দুপুরের খাবার খেয়ে মজিদ মিয়া ও মামুন নামের আরেক মিস্ত্রী পায়ে হেঁটে দোকানে আসছিল। এসময় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। মজিদ ও মামুন যাদুয়ারচর ব্রিজের উপর উঠলে এসময় বজ্রপাত হয়। এতে মজিদ মিয়া ব্রিজের উপর লুটিয়ে পড়ে। স্থানীয়রা মজিদকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মজিদ কুড়িগ্রাম জেলার মাহদীপুর গ্রামের মোঃ দিলদারের ছেলে।

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বজ্রপাতে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে লাশ হস্তান্তর করা হবে।

Exit mobile version