Site icon Jamuna Television

আমাদের পারফরমেন্স জিরো: সাকিব

দিনভর বৃষ্টির পরে মাঠে নেমে প্রথম বলেই সাকিবের আউট হওয়াটা মেনে নিতে পারছে না অনেকেই। মানতে পারছেন না অধিনায়ক নিজেও। বলেছেন, মাঠে নেমেই আউট হয়ে যাওয়াটা মোটেই ঠিক হয়নি। আমার দায়িত্ব আমাকেই নিতে হবে। বলেছেন, এই টেস্টের বিচারে আমাদের পারফরমেন্স ‘জিরো’।

আফগানিস্তানকে সবটুকু কৃতিত্বই দিলেন সাকিব। বললেন, আমরা তাদেরকে কোনো চাপেই ফেলতে পারিনি। তাদের লেটার মার্ক দিতেই হবে। আর আমাদের পারফরম্যান্স ছিল খুবই খারাপ। এর চেয়ে নিকৃষ্ট কোনো শব্দ থাকলে সেটিও বলতে পারেন।

বিশ্বকাপের দারুণ ব্যক্তিগত সাফল্যের পর নিষ্ঠুর বাস্তবতা- কেমন বোধ করছেন সাকিব? সাদা পোশাকের অধিনায়কের সোজাসাপ্টা জবাব, এমন না যে আমি বিশ্বকাপের সাফল্যে পরে আকাশে উঠে গেছিলাম। আমি মাটিতেই ছিলাম। যেমন ছিলাম তেমনি আছি। কে, কীভাবে ভাবছে জানি না।

সাদা পোশাকে দলকে নেতৃত্ব দিতে চান কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, অন্য কেউ দায়িত্ব নিয়ে আসলে সেটা ব্যক্তিগতভাবে আমার জন্যই ভালো। আর যদি নেতৃত্ব চালিয়েই যেতে হয় অনেক কিছু নতুন করে ভাববার প্রয়োজন আছে। এভাবে চললে বাংলাদেশ ক্রিকেট যে মাঝে মাঝেই পথ হারাবে সেটি উল্লেখ করতেও ভুলেননি হতাশ সাকিব।

Exit mobile version