Site icon Jamuna Television

নবীকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় স্কুলছাত্র গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মহানবী হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় সৌভিক দাস নামে এক স্কুলছাত্রকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

গ্রেফতার সৌভিক দাসকে সোমবার বিকালে পুলিশ আদালতে পাঠালে বিচারক তাকে কারগারে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে মহানবী হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় সোমবার দুপুরে শহরের লঞ্চঘাট মসজিদ প্রঙ্গনে প্রতিবাদ সমাবেশে করে আহলে সুন্নাত ওয়াল জামাত।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন জানান, শহরের পুরাতন বাজারের পলি ক্লিনিকের মালিক ডা. সুনিল কুমার দাসের ছেলে ও সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সৌভিক দাস হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশ করে। সোমবার সকালে পুলিশ সৌভিক দাসকে গ্রেফতার করে।

Exit mobile version