Site icon Jamuna Television

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, ৫ জন গ্রেফতার

রাজশাহীতে সাংবাদিক রফিকুল ইসলামের উপর হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর নিউমার্কেট এলাকায় ‘থিম ওমর প্লাজা’ সামনে হামলার ঘটনার পর পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, নিরাপত্তা কর্মী আবদুল হাকিম, নাহিদ হাসান, সনি, জামাল হোসেন ওরফে মুন্না এবং সাঈদ আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সাংবাদিক রফিকুল ইসলাম থিম ওমর প্লাজার পশ্চিম পাশে ফুটপাতে নিজের মোটরসাইকেল রেখে রাস্তার বিপরীতে গিয়ে দাঁড়ান। এ সময় নিরাপত্তাকর্মীরা তার হেলমেট নিয়ে চলে যাচ্ছিলেন।রফিকুল ইসলাম পরিচয় দিয়ে এর প্রতিবাদ করলে নিরাপত্তাকর্মীরা তাদের কাছে থাকা লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন।

খবর পেয়ে পুলিশ এবং অন্য সাংবাদিকরা গিয়ে রফিকুলকে উদ্ধার করেন। হামলার ঘটনায় রফিকুল ইসলাম নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন। রাজশাহীর কর্মরত সাংবাদিকরা এ ঘটনার তাক্ষণিক প্রতিবাদ জানানোর পাশাপাশি আগামী বুধবার প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন।

রফিকুল ইসলাম দৈনিক ‘কালের কণ্ঠ’ পত্রিকার রাজশাহী অফিসের নিজস্ব প্রতিবেদক।

Exit mobile version