Site icon Jamuna Television

ভেড়ামারায় ডেঙ্গুতে নারীর মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মিনা খাতুন নামে এক নারীর মৃত্য হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৭টার দিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শুক্রবার স্থানীয়ভাবে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি হন তিনি।

কুষ্টিয়ার সিভিল সার্জন রওশনআরা মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। মিনা খাতুনের বাড়ি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা গ্রামে। এর আগে কুষ্টিয়ার দৌলতপুরে জোসনা খাতুন নামে এক নারী স্থানীয়ভাবে আক্রান্ত হলে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০জন। চিকিৎসাধীন রয়ছেন ৬৮জন। আর এপর্যন্ত সনাক্ত হয়েছেন ৮০৫ জন।

Exit mobile version