Site icon Jamuna Television

রাখাইনে রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে বানানো হয়েছে পুলিশ ব্যারাক!

মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু মুসলিম-রোহিঙ্গা জনগোষ্ঠীর পুরো গ্রাম ধ্বংসের পর তাতে নির্মাণ করা হয়েছে পুলিশ ব্যারাক, শরণার্থী স্থানান্তর কেন্দ্রসহ বিভিন্ন সরকারি স্থাপনা।

মঙ্গলবার বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমটি জানায়, সরকারি সফরে রাখাইনে যেয়ে অন্তত ৪টি এলাকা শনাক্ত করেছে তারা। যেখানে দু’বছর আগেও স্যাটেলাইট ইমেজে রোহিঙ্গা গ্রাম শনাক্ত করা হয়েছিলো।

এরমধ্যে লা পোয়ে কুয়াং ট্রানজিট ক্যাম্প নিমার্ণ করা হয়েছে ২০১৭ সালে জ্বালিয়ে দেয়া দুটি রোহিঙ্গা গ্রামের ওপর। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবসন শুরু হলে এখানেই অস্থায়ীভাবে থাকবেন কমপক্ষে ২৫ হাজার মানুষ।

এছাড়া কিন চোয়াং কেন্দ্রও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া রোহিঙ্গা গ্রামের ওপর নির্মিত। আলোচিত মিন দিন এবং মিও থু গি রোহিঙ্গা গ্রামগুলোয় বর্তমানে পুলিশ চৌকি এবং সরকারি বেশ কিছু কার্যালয় স্থাপন করা হয়েছে।

Exit mobile version