Site icon Jamuna Television

কঠোর নিরাপত্তায় তাজিয়া মিছিল

পবিত্র আশুরা আজ। ১০ মুহররম শোকাবহ কারবালা স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়ের মানুষ।

এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) ও তাঁর পরিবার, অনুসারীরা- সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।

দিনটি স্মরণে সকাল ১০টার দিকে পুরাণ ঢাকার হোসেনি দালান থেকে বের করা হয় সর্ববৃহৎ তাজিয়া মিছিল। হায় হোসেন হায় হোসেন ধ্বনিতে মিছিলটি রাজধানীর বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিণ করে। আয়োজন নির্বিঘ্ন করতে ৩ স্তরের কঠোর নিরাপত্তা রয়েছে ডিএমপি’র। তবে এর আগে মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে বের করা হয় একটি তাজিয়া মিছিল।

তাজিয়া মিছিলে এবার ছোরা, কাচি, ব্লেড, তরবারিসহ কোনও ধারালো বস্তু দিয়ে নিজের শরীর রক্তাক্ত করাকে নিষিদ্ধ করা হয়েছে।

Exit mobile version