Site icon Jamuna Television

জিয়াউর রহমান না থাকলে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হতে পারতেন না: রিজভী

জিয়াউর রহমান না থাকলে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হতে পারতেন না। এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথি রিজভী আহমেদ আরও বলেন, রাষ্ট্র থেকে ইনসাফ উঠে গেছে। প্রধানমন্ত্রী অবান্তর কথা বলে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, গুম, বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের জন্য দায়ী আওয়ামী লীগ। জনগনের ভোটাধিকার, বাকস্বাধীনতা হরন করেছে বর্তমান সরকার, এমন দাবিও করেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানকে স্বীকৃতি দিলে আওয়ামী লীগের জন্য ক্ষতি। তাই অনবরত জিয়াকে নিয়ে মিথ্যাচার করছে বলেও উল্লেখ করেন তিনি।

Exit mobile version