Site icon Jamuna Television

নিউইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণ; সন্দেহভাজন হামলাকারী আটক

নিউইয়র্কের ম্যানহাটনের একটি বাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার সকালে টার্মিনালের আন্ডারগ্রাউন্ডে এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন।

নিরাপত্তা বাহিনী জানায়, ঘটনার সাথে জড়িত সন্দেহে আকায়েদ উল্লাহ নামের এক যুবককে আটক করা হয়েছে। হামলাকারী শরীরে পাইপ বোমা বেঁধে বিস্ফোরণ ঘটায়। তবে বিস্ফোরক অত্যন্ত স্বল্প মাত্রার ছিলো বলে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলার চেষ্টা’ আখ্যা দিয়েছেন নিউইয়র্কের মেয়র। এখনও হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।

ঘটনার পরপরই টার্মিনাল জুড়ে অভিযান চালায় বিশেষ পুলিশ। শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে পুলিশের অতিরিক্ত সদস্য।

Exit mobile version