Site icon Jamuna Television

পা‌নিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
পটুয়াখালী সদর উপ‌জেলার কমলাপুর ইউ‌নিয়‌নের মধ্য ধরা‌ন্দি গ্রা‌মে বাড়ির পা‌শের খা‌লে প‌ড়ে পা‌নি‌তে ডু‌বে দুই শিশুর মর্মা‌ন্তিক মৃত্যু হ‌য়ে‌ছে। আজ দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লো মধ্য ধরা‌ন্দি মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের শিক্ষক শ‌হিদ মিয়ার মে‌য়ে রিয়া ম‌নি (৬) ও একই এলাকার আ‌জিম মিয়ার ছে‌লে হাসান (৫)।

স্থানীয় বা‌সিন্ধা সুমন জানায়, দুপু‌রে রিয়া ও হাসান খা‌লের পা‌ড়ে খেল‌তে ছিল। কিছুক্ষণ পর তা‌দের দুইজ‌নকে দুইজ‌নের হাতধরা অবস্থায় পা‌নি‌তে ভাস‌তে দে‌খে এলাকার লোকজন ছু‌টে এসে তা‌দের‌কে পটুয়াখালীর ২৫০ শয্যা‌ বি‌শিষ্ট হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে দা‌য়িত্বরত চি‌কিৎসক তা‌দের‌কে মৃত ঘোষণা ক‌রেন।

স্থানীয়‌দের ধারনা, খেলার সময় দুইজ‌নের যে‌ কোন একজন আ‌গে পা‌নি‌তে প‌ড়ে গে‌লে তা‌কে বাঁচা‌তে অপর‌শিশু চেষ্টা কর‌লে সেও মারা যায়। যেকার‌ণে তা‌দের দুইজ‌নের হাত ধরা অবস্থায় ছিল।

এ‌দি‌কে সকা‌লে পটুয়াখালীর কলাপাড়ায় ফজলুর ক‌মির না‌মের দুই বছর বয়‌সের আ‌রেক শিশু পা‌নি‌তে ডু‌বে মারা গে‌ছে। তার বাবার নাম আবদুর রহমান। উপ‌জেলার লালুয়া ইউ‌নিয়‌নের মঞ্জুপাড়া গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

Exit mobile version