
ফরিদপুর প্রতিনিধি
র্যাব ৮ ফরিদপুর কোম্পানির সদস্যরা জেলার ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ বিকাশ প্রতারণ চক্রের (ওয়েলকাম পার্টি) ৫ সদস্যকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে মাদক, বিপুল পরিমান মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়।
আটককৃতরা হলো মো. রুবেল মাতুব্বর (৩০), মো. ঠান্ডু শেখ (২৮), মো. কামাল হাওলাদার(৩১), সামাদ মাতুব্বর (২৬) ও মো ইমরান খান(১৯)। এদের সকলের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়া পাড়া এলাকায়।
র্যাব ৮ ফরিদপুর এর কোম্পানি অধিনায়ক মেজর নাজমুল আরেফিন পরাগ জানান, র্যাব দীর্ঘদিন যাবত বিকাশ প্রতারণ চক্রটিকে ধ্বংস করতে কাজ করছে। বিভিন্ন সময়ে র্যাবের অভিযানে তারা আটক হয়, জামিনে বের হয়ে আবার একই কাজে যুক্ত হয়।
র্যাবের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের তথ্য পেয়ে ভাঙ্গা উপজেলার মিয়া পাড়ায় অভিযান চালায়। এসময় ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা সবাই এই চক্রের সক্রিয় সদস্য। আটককৃতদের কাছ থেকে ৯ পিচ ইয়াবা, ১৬ টি মোবাইল সেট ও ৪৬ টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের সাপেক্ষে জব্দ মালামালসহ ভাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



Leave a reply