Site icon Jamuna Television

ঝর্ণায় লাফ দিতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
বান্দরবান শহরের কাছে রেইসা এলাকায় রুপালি ঝর্ণায় পরে রাজধানী আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র নিহত হয়েছে। তার নাম আহসান আহমেদ। তার বাড়ি ঢাকা রামপুরা এলাকায়।

পুলিশ জানিয়েছে, ঢাকা আইডিয়াল কলেজের ১৩২ জন শিক্ষার্থী সোমবার শিক্ষকদের সাথে বান্দরবানে শিক্ষা সফরে আসে। তারা বুধবার দুপুরে শহরের কাছে রেইসা এলাকায় রূপালী ঝর্ণায় গোসল করতে যায়। সেখানে অনেকেই ঝর্ণায় লাফ দিচ্ছিল। ঝর্ণায় লাফ দিতে গিয়ে একজন তাহসানের গায়ের উপর পড়লে সেখানেই রাজধানী আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র তাহসান আহমেদ মারা যায়।

Exit mobile version