Site icon Jamuna Television

একসাথে তিন সন্তানের জন্ম

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
জয়পুরহাটে একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ববিতা পারভিন (২৬) নামে এক গৃহবধূ। মঙ্গলবার সকাল ৯ টায় জয়পুরহাট শহরের মডার্ন জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে কোন অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে এই তিন সন্তানের জন্ম দেন তিনি। তিন সন্তানের মধ্যে দুইটা ছেলে শিশু ও একটা কন্যা শিশু।

গৃহবধূ ববিতা পারভিন নওগাঁঁর ধামইরহাট উপজেলার ইসবপুর চকচান্দিরা গ্রামের সামিউল ইসলাম বাবুর স্ত্রী।

শিশুদের পিতা সামিউল ইসলাম বাবু বলেন, ’তিন সন্তানসহ মা বর্তমানে সুস্থ রয়েছেন। আজ আমার আনন্দের শেষ নেই। আল্লাহ সফলভাবে আমাকে তিন সন্তানের মুখ দেখিয়েছেন। আমার সন্তানসহ পরিবারের সকলের জন্য দোয়া চাই।’

শিশুদের দাদী শহিদা বেগম বলেন, ’দুু’জন নাতি ও একজন নাতনি হওয়ায় আমি অত্যন্ত খুশি। আল্লাহ্ যেন তাদের সুস্থ রাখে।’

মঙ্গলবার সকাল ৭টার দিকে ববিতার হঠাৎ প্রসব ব্যাথা উঠলে দ্রুত তাকে জয়পুরহাট শহরের মডার্ন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করানো হয় এবং সকাল ৯টায় কোন অপারেশন ছাড়াই স্বাভাবিক অবস্থায় নবজাতকের জন্ম হয়। একসাথে সুস্থ তিন সন্তানের জন্ম দেওয়ায় অনেকেই ক্লিনিকে নবাজাতক ও মা’কে দেখতে ভিঁড় জমাচ্ছেন।

Exit mobile version