Site icon Jamuna Television

বঙ্গবন্ধু সেতুতে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মী আটক

টাঙ্গাইল প্রতিনিধি:

বঙ্গবন্ধু সেতুতে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ৩৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, বনভোজনের নামে তারা সেখানে নাশকতার পরিকল্পনা করছিলো।

আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের গোপালপুর থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, তাদের কাছে বিভিন্ন ধরনের জিহাদি বই পাওয়া গেছে। আটককৃতদের মধ্যে কয়েকজনের নামে পূর্ব থেকেই গোপালপুরসহ দেশের বিভিন্ন থানায় নাশকতার মামলা ছিলো।

এ বিষয়ে গোপালপুর থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, আটককৃত জামায়াত-শিবিরের লোকজন দেশের বৃহৎ স্থাপনা বঙ্গবন্ধু সেতুতে নাশকতার পরিকল্পনায় করেছিল। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পূর্বে তারা বনভোজনের নামে সেতু এলাকায় রেকি করেছে। এর আগেও তারা নৌকা ভ্রমনে গিয়ে সরকার উৎখাতে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে।

Exit mobile version