Site icon Jamuna Television

নাইজেরিয়ায় আশুরার মিছিলে গুলি করে ৫ জনকে হত্যা

পবিত্র আশুরার শোক মিছিলে গুলি চালিয়ে অন্তত ৫ জনকে হত্যার অভিযোগ উঠেছে নাইজেরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় কয়েকটি শহরে এ হামলার ঘটনা ঘটেছে।

নাইজেরিয়ার সেনাবাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, রাজধানী আবুজায় আশুরার শোক মিছিল করতে দেয়া হয়নি। শোকার্ত মানুষ যাতে একত্রিত হতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছিল নিরাপত্তা বাহিনী।

এর আগে দ্যা ইসলামিক হিউম্যান রাইটস কমিশন বা আইএইচআরসি নামের একটি সংগঠন সতর্ক করে বলেছিল, শোক মিছিলে হামলার জন্য নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী প্রস্তুতি গ্রহণ করেছে।

Exit mobile version