Site icon Jamuna Television

বৃদ্ধ মাকে মারধর করায় ছেলেকে গ্রেফতার করলো র‍্যাব

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় মাকে মারধর করার মামলার আসামি ছেলে মোঃ দুলাল প্যাদাকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। মঙ্গলবার রা‌তে উপ‌জেলার বাঁশবাড়ীয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পটুয়াখালী র‍্যাব-৮ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঁশবাড়ীয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে দুলাল‌কে গ্রেপ্তার করা হয়। ‌গ্রেপ্তারকৃত দুলাল তার মাকে মারধর করার মামলার ওয়ারেন্ট ভুক্ত (সিআর ৬৩৩/১৯) পলাতক আসামি ছি‌লো।

তিনি জানান, মোসা. রনজান বিবি (৬০) কে নিজের ছেলে দুলাল মারধর করতো। ছেলের মারধর সহ্য করতে না পেরে গত ৯ আগস্ট গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজেই বাদি হয়ে মামলা দায়ের করেন। উপজেলার বাঁশবাড়ীয়া এলাকার বাসিন্দা আলী মোহাম্মদ প্যাদার স্ত্রী মোসা রনজান বিবি। গ্রেপ্তারকৃত দুলাল‌কে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version