Site icon Jamuna Television

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ব্র্যাক শিক্ষার্থীদের অনশন

রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় টানা তৃতীয় দিনের মতো শান্তিপূর্ণ অনশন করেছে শিক্ষার্থীরা। এর মাঝে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে টানা প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ থাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ আন্দালিব। পরে, রাত দশটার দিকে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা রক্ষীরা উপাচার্যকে ক্যাম্পাস থেকে উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে চার সদস্যদের তদন্ত কমিটির ঘোষণা আসে এ সময়। তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বুধবার বেলা বারোটায় আবারও বৈঠকে বসবে কমিটি। তবে কোনো ধরনের সমাধান ছাড়া, বিশ্ববিদ্যালয় প্রশাসনের টালবাহানার সমালোচনা করেছেন শিক্ষার্থীরা। বলেছেন, লাঞ্চনাকারী ও দোষীদের শাস্তি না হলে আন্দোলন বন্ধ করবেন না তারা। এর আগে, বিকেলে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বিভাগের কর্মীদের সাথে কয়েক দফা হাতাহাতি-বাকবিতণ্ডা হয় শিক্ষার্থীদের। এতে কয়েকজন নারী শিক্ষার্থীও আহত হন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version