Site icon Jamuna Television

ব্যাকটেরিয়া দিয়ে কমানো হবে এডিস মশার কার্যক্ষমতা!

ডেঙ্গুবাহী এডিস মশার প্রকোপ কমাতে এবার নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন ভিয়েতনামের গবেষকরা। উলবাচিয়া নামে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটানো হচ্ছে এডিস মশার শরীরে। যার মাধ্যমে মশার ডেঙ্গু ভাইরাস ছড়ানোর কার্যক্ষমতা কমিয়ে দেয়।

বলা হচ্ছে, এসব মশা থেকে জন্ম নেয়া নতুন মশার শরীরেও থাকছে উলবাচিয়া। ফলে নতুন জন্ম নেয়া মশাও ছড়াতে পারবে না ডেঙ্গু। এখন পর্যন্ত নয়টি দেশে হয়েছে এ পদ্ধতির সফল পরীক্ষা। ওয়ার্ল্ড মসকিউটো প্রোগ্রাম- WMP’র উদ্যোগে এরইমধ্যে ভিয়েতনামের ডেঙ্গুপ্রবণ শহর ভিন লুয়ংয়ে পরীক্ষা চালানো হয়েছে উলবাচিয়া ভাইরাসের। পাশের শহরগুলোর তুলনায় প্রায় ৮৬ শতাংশ ডেঙ্গু কম হয়েছে শহরটিতে।

WMP জানিয়েছে, বছরে ১০ কোটি উলবাচিয়া-যুক্ত মশা ছাড়া হবে। তবে এডিস মশার প্রকোপ বন্ধে সচেতনতা এবং পরিচ্ছন্নতার ওপরই গুরুত্ব বেশি দিয়েছেন গবেষকরা। প্রতিবছর বিশ্বে প্রায় ৩৯ কোটি মানুষ আক্রান্ত হয় ডেঙ্গুজ্বরে।

Exit mobile version