Site icon Jamuna Television

ট্রিপল ক্যামেরা নিয়ে আসছে নতুন আইফোন

আসছে নতুন আইফোন। ইলেভেন সিরিজের সবচেয়ে বড় চমক- ট্রিপল ক্যামেরা। নতুন তিন সংস্করণ- আইফোন ইলেভেন, ইলেভেন প্রো এবং ইলেভেন প্রো ম্যাক্সের প্রতিটিতেই রয়েছে এ-থার্টিন মাইক্রোচিপস।

মিডনাইট গ্রিন, স্পেস গ্রে আর সোনালি-রূপালির মিশেলে তিন নজরকাড়া রঙে মিলবে নতুন আইফোন। আগের মতোই টেকসই টাচস্ক্রিন, পি-থ্রি কালার গ্যামাটসহ ৫.৮ ইঞ্চির রেটিনা OLED ডিসপ্লে, HDR সাপোর্ট, আর ১২শ’ নিটস পর্যন্ত ব্রাইটনেস আছে ইলেভেনে।

প্রো আর প্রো ম্যাক্সে একই সুবিধা পাওয়া যাবে ৬.৫ ইঞ্চির ক্যানভাসে। ইলেভেন সিরিজের দাম পড়বে ৬৯৯ ডলার থেকে ১০৯৯ ডলার। ১৩ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডারের ভিত্তিতে গ্রাহকরা হাতে পাবেন পরের সপ্তাহ থেকেই। বছরের মেগা ইভেন্টে অবমুক্ত হয়, অ্যাপলের প্রথম স্ট্রিমিং টিভি; বিশ্বের প্রায় সব দেশে ইমার্জেন্সি কল সুবিধার নতুন অ্যাপল ওয়াচ; আর সেভেনথ জেনারেশন আইপ্যাড।

Exit mobile version