Site icon Jamuna Television

বিশ্বকাপ বাছাই: এবার ফুটবলেও হার আফগানিস্তানের কাছে

পরাজয় দিয়ে আসর শুরু করলো বাংলাদেশ। তাজিকিস্তানে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছে জেমি ডে শিষ্যরা। ২৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আফগান মিডফিল্ডার ফারশাদ নূর। ১০ অক্টোবর পরের ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচের ইনজুরি সময়ের এমন দৃশ্যপটে আক্ষেপ সঙ্গী বাংলাদেশের। বল বাগে পেয়েও হোঁচট খেয়েছেন নাবীব নেওয়াজ জীবন; আর সেই হোঁচটে উঠে দাঁড়ানো শেষ সুযোগ হাতছাড়া বাংলাদেশের।

ম্যাচের দ্বিতীয় মিনিটেও একটা সুযোগ এসেছিলো; তবে সেখানে হিসেব মিলাতে পারেননি মিডফিল্ডার বিপলু।

শুরুর ৪-২-৩-১ ফর্মেশনই বলে দেয় জেমি ডের রক্ষানাত্মক কৌশল। কিন্তু সেই রক্ষণে ঠিকই ভাঙ্গন ধরিয়েছেন আফগানরা। মধ্যমাঠ জমাতে পারেননি জামাল ভুঁইয়ারা। বেশ কয়েকটি সাজানো আক্রমণে বাধা গোলরক্ষক আশরাফুল রানা।

কিন্তু ২৭ মিনিটে সেই রানাই করেছেন ভুল। সঙ্গে ডিফেন্ডারদের গাছাড়া ভাবে ফারশাদ নূরে দারুণ হেড হতাশ করে বাংলাদেশকে।

দ্বিতীয়ার্ধে বল পজেশন বাংলাদেশের ৩২ আর আফগানিস্তান ৬৮ ভাগ। আফগানদের বল নিয়ন্ত্রনে খোলস ছাড়া হয়নি জামাল ভুঁইয়াদের।

৭৯ মিনিটে জীবন ফ্রিক থেকে মাথা ছোয়াতে ব্যর্থ হন। সুযোগ পায় আফগানিস্তানও। তবে গোল হজম করেনি লাল সবুজ জার্সিধারিরা। তবে ১-০ গোলের হারও শেষ পর্যন্ত এড়াতে পারেনি জামাল ভুঁইয়ার দল।

প্রসঙ্গত, গত সোমবার চট্টগ্রাম আয়োজিত দুদেশের প্রথম টেস্ট ম্যাচে আফগানিস্তান ক্রিকেট দলের কাছে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ দল।

Exit mobile version