Site icon Jamuna Television

জড়ো হয়েছিলো আইএস জঙ্গিরা, একসাথে ৪০ টন বোমা ফেলে জ্বালিয়ে দেয়া হলো কানুস দ্বীপ

কয়েক সেকেন্ডের ব্যবধানে আছড়ে পড়লো অসংখ্য বোমা। সাথে আগুন আর ধোয়ার কুণ্ডুলি। একটু আগেও যেখানে বহু আইএস জঙ্গি অবস্থান করছিলো, সেই কানুস দ্বীপ পরিণত হলো মৃত্যুপুরীতে। এভাবে গত ধ্বংস করে দেয়া হলো ইরাক ও সিরিয়া থেকে পালিয়ে তাইগ্রিস নদীর দ্বীপটিতে আশ্রয় নেয়া জঙ্গিদের ঘাঁটি।

দ্বীপটিতে কয়েক মুহূর্তের মধ্যে ৪০ টন বোমা ফেলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনী। অভিযানে মার্কিন যুদ্ধবিমানের বহর থেকে কার্পেট বোম্বিংয়ের মাধ্যমে গোটা ঘাঁটি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

যৌথ বাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার এক ভিডিও টুইট বার্তায় এ তথ্য জানানো হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। সাথে

টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে তাইগ্রিস নদীর তীরবর্তী বিভিন্ন অংশে একের পর এক বোমা পড়ছে ও তা বিষ্ফোরিত হচ্ছে।

টুইটের ক্যাপশানে এই হামলার নাম উল্লেখ করা হয়েছে অপারেশন ইনহেরেন্ট রিজলভ (ওআইআর)। আর যৌথবাহিনীর মুখপাত্র কর্নেল মাইলেস বি ক্যাগিনকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইউএসএএফসেন্ট এফ-১৫, এফ-৩৫ জেট থেকে ৩৬ হাজার কেজি বোমা দায়েশ (আইসিস) অধ্যুসিত দ্বীপটিতে ফেলা হয়েছে।

Exit mobile version