Site icon Jamuna Television

বিয়ের দুই মাসেই ৬ মাসের অন্তঃসত্ত্বা, অতঃপর প্রেমিকের সাথে বিয়ে!

ফরিদপুর প্রতিনিধি
বিয়ে হয়েছে মাত্র দুই মাস। কিন্তু জানা গেলো নববধূ ৬ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় স্বামী। এ ঘটনা ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে।

এদিকে ওই নারীকে বাবার বাড়ি পাঠানোর পরে তিনি স্বীকার করে বিয়ের আগেই পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের আক্কাস শেখের ছেলে মিটুল শেখে (২৪) এর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এসময় তারা শারিরিক সম্পর্কে জাড়িয়ে পরলে অন্তঃসত্ত্বা হয়ে পরেন তিনি। বিষয়টি গোপন করেই পারিবারিক ভাবেই বিয়ে করেন এই নারী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লা যমুনা টিভি অনলাইনকে জানান, ওই নারীর পরিবার তার প্রেমিকের পরিবারের কাছে এসব ঘটনা খুলে বলে। এসময় প্রেমিক মিটুল ওই নারীর গর্ভের সন্তান তার বলে জানায়। তাৎক্ষণিক সালিশ বৈঠক করে তাদের বিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত সোমবার দুপুরে তাদের বিয়ে দেয়া হয়। একই সাথে আগের স্বামী ওই নারীকে তালাক দিয়েছে বলেও জানান চেয়ারম্যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নারী তার প্রেমিক ও বর্তমান স্বামী মিটুল শেখের বাড়িতে অবস্থান করছেন।

Exit mobile version