Site icon Jamuna Television

দুদক কমিশনার পরিচয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন, গ্রেফতার প্রতারক

দুদকের কমিশনারের পরিচয় দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করায় মাহমুদুল হাসান সুমন নামে একজনকে আটক করা হয়েছে। আটকৃত মাহমুদুল হাসানের বাড়ি লক্ষ্মীপুর সদরে।

বুধবার দুদকের কমিশনার পরিচয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দেয় মাহমুদুল। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে একটি চাকরির ব্যাপারে সুপারিশ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করে। তার কথাবার্তায় মন্ত্রীর সন্দেহ হওয়ায় তিনি বর্তমান দুদক পরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খানকে বিষয়টি জানান। এরপরই খুঁজে বের করে আটক করা হয় এই প্রতারককে।

মাহমুদুল হাসানের কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে। বাংলাদেশ সরকারের সিল যুক্ত সেই পরিচয়পত্রে তার পরিচয় দেয়া আছে চিফ ইনভেস্টিগেটর। আবার আরেক জায়গায় লেখা সে ইন্টারপোলের প্রাইভেট ইনভেস্টিগেটর। তাকে হাজতে নেয়া হয়েছে।

Exit mobile version