Site icon Jamuna Television

২১ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিল

আগামী ২১ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

আজ বুধবার রাজধানীর ইন্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।

ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন নিয়ে কাদের বলেন, অক্টোবরের মধ্যে ছাত্র সমাজের কাউন্সিল করতে হবে। আর নির্বাচনের মাধ্যমে সংগঠনটির কমিটি গঠন করা হবে। আর এতে শুধুমাত্র ছাত্ররাই অংশ নিতে পারবে বাহিরের কেউ নয়।

এসময় জিএম কাদের আরও বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবে জাতীয় পার্টি। তরুনদের সিদ্ধান্ত ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে। আমরা ছাত্র সমাজকে পৃষ্ঠপোষকতা করবো, তবে লেজুড়বৃত্তি করার জন্য নয়, লাঠিয়াল বাহিনী তৈরি করবো না। ছাত্র সমাজকে এলাকার পাশাপাশি ক্যাম্পাসভিত্তিক রাজনীতি করতে হবে।

এরশাদ পরবর্তী জাতীয় পার্টি নিয়ে কাদের বলেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। এরশাদের শূণ্যতা পূরন সময় রাগবে, তবে জাপা টুকরো টুকরো হবে না প্রমানিত, জাপা দূর্বল হবে না।

জিএম কাদের আরও বলেন, রাজনীতিতে শূন্যতা বিরাজ করছে। সংগঠিত থাকলে, মানুষের আশা পূরন করতে পারলে জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা রাখবে। এতদিন নিয়ামক শক্তি ছিলাম, ভবিষ্যতে রাজনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করবে দল।

Exit mobile version