Site icon Jamuna Television

এবারের ‘বিপিএল’ হচ্ছে বঙ্গবন্ধুর নামে

কোন ফ্র্যাঞ্চাইজি নয় সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। এরসাথে এবারের বিপিএল উৎসর্গ করা হবে বঙ্গবন্ধুর নামে।

আজ বুধবার মিরপুরে সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, কয়েকটা ফ্রাঞ্চাইজির বিভিন্ন দাবি দাওয়া আছে, তাদের সেই দাবি মানতে পারছি না। যে কারণে এবার বিপিএল বিসিবি চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিসিবি সভাপতি আরও বলেন, আপনারা জানেন এ বছর বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিপিএল তার নামে উৎসর্গ করা হবে।

ক্রিকেট বোর্ডের সভাপতি আরও বলেন, আগের আসরের মতো সব দলই থাকবে। সব দলের খেলোয়াড়দের হোটেলে থাকা-খাওয়া-যাতায়াতসহ সব খরচ বিসিবি বহন করবে। কোনো ফ্রাঞ্চাইজি থাকছে না।

আগের ঘোষণা অনুসারে ৩ ডিসেম্বর বিপিএলের উদ্বোধন হবে। মাঠের খেলা শুরু হবে ৬ ডিসেম্বর।

Exit mobile version