Site icon Jamuna Television

অর্ধশত ছাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে ডুবলো নৌকা

অর্ধশত ছাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে ডুবে গেছে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে লক্ষ্মীনারায়ণ খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তবে সব ছাত্রীরা সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সাতদিন আগেও এখানে নৌকাডুবির ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদ্ধিরগঞ্জের লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের মর্নিং শিফটের ছুটি হয় প্রতিদিনের মতো বুধবার দুপুর ১২টায়। স্কুল ছুটির পর নদীর পূর্বপাড় বন্দরের দাসেরগা, চৌরাপাড়া, আমিরাবাদ ও বক্তারকান্দি এলাকার ছাত্রীরা নদী পার হয়ে বাড়ি যেতে লক্ষ্মীনারায়ণ খেয়াঘাটে আসে।

ঘাটে ট্রলার না থাকায় প্রায় ৫০ জন ছাত্রী মাঝি আনোয়ার মিয়ার ছোট নৌকায় ওঠে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি নদীর মাঝখানে গিয়ে ডুবে যায়। নৌকায় থাকা ছাত্রীরা সাঁতরে তীরে পৌঁছতে সক্ষম হয়।

নিমজ্জিত নৌকাটির ধারণ ক্ষমতা ১০-১২ জনের মতো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পুলিশ নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করেছে।

Exit mobile version