Site icon Jamuna Television

বগুড়া বিদেশী পিস্তলসহ মাদক কারবারি আটক

বগুড়া ব্যুরো:

বগুড়া শহরের কালিতলা হাট এলাকা থেকে চিহ্নিত মাদক ও অবৈধ অস্ত্রের কারবারি আশরাফ ফেরদৌস চৌধুরী সোহাগকে গুলিভর্তি বিদেশী পিস্তলসহ আটক করেছে র‌্যাব-১২।

আজ বুধবার বিকেলে কালিতলা হাট এলাকায় সোহাগের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১২’র বগুড়া স্পেশাল কোম্পানীর কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান যমুনা নিউজকে জানান, সোহাগ দীর্ঘদিন ধরেই বগুড়া শহরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য এবং অবৈধ বিদেশী অস্ত্রের কেনাবেচার সঙ্গে যুক্ত। বুধবার বিকেলে শহরের কালিতলা হাট এলাকা সংলগ্ন বাড়ি থেকে সোহাগকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

সন্ধ্যায় তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

Exit mobile version