Site icon Jamuna Television

নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন ভিরাট-আনুশকা

ভিরাট কোহলি ও আনুশকা শর্মা জুটির ভক্ত সংখ্যা অগণিত। ইনস্টাগ্রামে এই জুটির ছবি পেলেই তা শেয়ারের হিড়িক ওঠে। ভক্তদেরও নতুন ছবি দিতে কার্পণ্য করেন না তারা। এই সপ্তাহের গোড়ার দিকেই ছুটি কাটিয়ে মুম্বাই ফিরে এসেছেন ভিরাট এবং আনুশকা। সে সময়েরই একটি সেলফি দিলেন তারা। আর সেটিই এখন ভাইরাল!

দেখে মনে হচ্ছে কোনও অজ্ঞাত সমুদ্র সৈকতে ছুটি উপভোগ করার সময় এই ছবিটি ক্লিক করেন তারা। ছবিতে ভিরাট এবং আনুশকাকে একসঙ্গে সূর্যস্নান করতে দেখা যাচ্ছে। ছবিতে ভিরাট কোহলির অভিব্যক্তি ভক্তদের হৃদয় জিতলে, আনুশকার বুদ্ধিমতী চেহারাও কম যাবে না। ছবি যদি কথা বলে তাহলে বলতে হবে- দু’জনের ভালোবাসায় এতটুকু ভাটা পড়েনি।

বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৭ সালে বিয়ে করেন ভিরাট কোহলি এবং আনুশকা শর্মা।

Exit mobile version