Site icon Jamuna Television

মেহেরপুরে দুই মাছ চাষীকে হত্যা করেছে দুর্বৃত্তরা

মেহেরপুর সদরে নতুন দরবেশপুর গ্রামে দুই মাছ চাষীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ সুপার জানান, প্রতি রাতের মতো গতকালও বাড়ির পাশে বিলের মাছ তদারকিতে যান দুই চাচাতো ভাই রোকন ও হাসান। এসময় তাদের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপায় ১০/১২ জন অস্ত্রধারী। ঘটনাস্থলেই নিহত হয় দু’জন। রোকন ও হাসানের বাড়ির পাশেই বিল শৈলমারি বিল।

বিল ইজারা নিয়ে বেশ কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছেন তারা। রোকন ও হাসান আলী সাথে কয়েককজন লোক নিয়ে প্রতি রাতেই বিল পাহারা দিতেন। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

Exit mobile version