Site icon Jamuna Television

একাধিক মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,মাদারীপুর:
মাদারীপুরে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার আসামি সাগর ফকির ওরফে কালা সাগরের (৩০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদরের মহিষেরচর এলাকার আড়িয়াল খাঁ নদের পাড় থেকে সাগরের লাশ উদ্ধার করা হয়। নিহত সাগর শহরের দরগাশরীফ এলাকার কালাম ফকিরের ছেলে।

পুলিশ জানায়, সকালে মহিষেরচর এলাকার আড়িয়াল খাঁ নদের পাড়ে গুলিবিদ্ধ অবস্থায় সাগরের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় শুটারগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version