Site icon Jamuna Television

সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা। সকাল থেকে সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন। তাদের বকেয়া বেতন ও অবৈধভাবে ছাঁটাই বন্ধ না হলে বিক্ষোভ অব্যহত থাকবে বলে জানান তারা। সাতরাস্তা মোড়ে অবস্থান করায় এর আশেপাশের সব রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে, অফিসগামী ও স্কুলগামী শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।

অনেকে দীর্ঘ সময় আটকে থেকে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।

Exit mobile version