Site icon Jamuna Television

চীনা পণ্যে শুল্কারোপের সিদ্ধান্ত পেছালো ট্রাম্প

চীনা পণ্যের ওপর শুল্কারোপ কার্যকরের সিদ্ধান্ত পেছালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় এখবর জানান, ট্রাম্প নিজেই। ১ অক্টোবর এই অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও, তা পেছানো হয়েছে দুই সপ্তাহ। এরফলে ১৫ অক্টোবর থেকে চীনের প্রায় ২৫০ বিলিয়ন ডলার মূল্যমানের পণ্যের ওপর ৫ শতাংশ হারে শুল্ক আরোপ হবে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, চীনের অনুরোধের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ট্রাম্প বলেন, চীনের ভাইস প্রেসিডেন্ট লিউ হি’র সাথে ফোনালাপ করেন তিনি। এসময় শুল্ক কার্যকরের সিদ্ধান্ত স্থগিতের অনুরোধ জানান চীনের নেতা। এরআগে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ওষুধ এবং পশুখাদ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে চীন।

Exit mobile version