Site icon Jamuna Television

পদ্মাসেতুর টোল এখনো ঠিক করা হয়নি: ওবায়দুল কাদের

পদ্মাসেতুর টোল এখনো ঠিক করা হয়নি। এমনকি টোল নিয়ে প্রাথমিক আলোচনাও হয়নি বলে দাবি করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, টোল নিয়ে আগাম মন্তব্য অযৌক্তিক।

রাজধানীর সেতুভবনে পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে কোরিয়ান এক্সপ্রেসওয়ের সাথে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সমঝোতা চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন। এসময় পদ্মাসেতুর কাজের অগ্রগতির কথাও তুলে ধরেন সেতুমন্ত্রী।

ছাত্রলীগের কমিটি নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন।

আর ভারতের এনআরসি নিয়ে বাংলাদেশ সতর্কভাবে এগুচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Exit mobile version