Site icon Jamuna Television

কয়লা বোঝাই লাইটার জাহাজ ডুবি, নিখোঁজ ১২

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের বঙ্গোপসাগর উপকূলে কয়লা বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন জাহাজটির ১২ নাবিক।

সকাল নয়টার দিকে বঙ্গোপসাগরের সাঙ্গু উপকূলে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে সন্ধান চালাচ্ছে নৌবাহিনীর পাঁচটি জাহাজ ও কোস্টগার্ড।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গর থেকে কয়লা নিয়ে ঢাকা যাচ্ছিল হীরা পর্বত নামে এই লাইটার জাহাজ। মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দিক হারিয়ে ভাসতে থাকে জাহাজটি। এসময় সমুদ্র উত্তাল থাকায় স্রোতের তোড়ে অল্প সময়েই ডুবে যায় কয়লা ভর্তি লাইটার জাহাজ। কয়েক ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চললেও এখনও পর্যন্ত কোন নাবিকের খোঁজ পাওয়া যায়নি।

Exit mobile version