Site icon Jamuna Television

আইন ডিগ্রির দাবিতে প‌বিপ্র‌বি’র শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
আইন ডিগ্রির দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনের সামনে তাঁরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের দাবি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো তাঁরাও আইন সম্পর্কে লেখাপড়া করেন, অথচ আইনের ডিগ্রি দেওয়া হয় না। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয়। আন্দোলনের অংশ হিসেবে ওই অনুষদের শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন। এর আগে গত সোমবার তাঁরা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং মানববন্ধন করেন।

Exit mobile version