Site icon Jamuna Television

সেবা পেতে ‘৯৯৯’তে এক কোটি ৪২ লাখ কল

এ পর্যন্ত সরকারের জরুরী টেলিফোন সেবা প্রদানকারী নম্বর ‘৯৯৯’ এক কোটি ৪২ লাখ কল রিসিভ করেছে।

৯৯৯ এর বর্তমান জনবল ১৪২। আরো ৫০০জন নিয়োগ হবে। ডিজিটাল সেফ সিটির আওতায় আসবে ১০ সিটি কর্পোরেশন। জুনায়েদ আহমেদ পলক, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে ডিজিটাল কেস পর্যালোচনা সভার আলোচনায় এ কথা বলেছেন।

Exit mobile version