Site icon Jamuna Television

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ১৮ নারী গৃহকর্মী

তিক্ত অভিজ্ঞাতা নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ১৮ নারী গৃহকর্মী। সকাল পৌনে নয়টার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেন তারা। এসব নারী গৃহকর্মীরা নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে। সেখান থেকে সরকারের সহোযোগিতায় দেশে ফিরেন তারা। এর আগেও সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে শতশত নারী গৃহকর্মী দেশে ফিরছেন। অনেকেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা।

Exit mobile version