Site icon Jamuna Television

রাতে গ্রেফতার সকালে থানা থেকে আসামির পলায়ন

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর সদর থানায় বুধবার রাতে গ্রেফতার হওয়া হত্যা মামলার সন্দেহভাজন আসামি সালমান খান (২৪) বৃহস্পতিবার সকালে পালিয়ে গেছে। সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই মুনিরুজ্জামান গত বুধবার রাতে সালমানকে কলাখালীর যুবলীগ কর্মীর জয় হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করেন।

সালমান খান সদর উপজেলার কলাখালী গ্রামের দুলাল খানের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও নারী নির্যাতনসহ চারটি নিয়মিত মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেন।

থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আসামি সালমান পানি পান
করতে চাইলে দায়িত্বরত সেন্ট্রি হাজতখানার দরজা খোলেন। এসময় সালমান তাকে
ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দৌড়ে থানা থেকে পালিয়ে যায়। এসময় সেন্ট্রি পড়ে
গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, সকাল বেলা থানায়
দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারির উপস্থিতি কম থাকার সুযোগে আসামি
পলায়নের সুবিধা পায়। এ ঘটনায় পিরোজপুর ও সন্নিহিত জেলা সমুহে পুলিশের
তৎপরতা বাড়ানো হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও তদন্ত) মোল্লা আজাদ হোসেন
জানান, সকালে পিরোজপুর সদর থানা পরিদর্শন করেছি। পলাতক আসামিকে
গ্রেফতারের জন্য পুলিশের ব্যপক অভিযান শুরু হয়েছে। আসামির পলায়নে পুলিশের
কারো অবহেলা পাওয়া গেলে এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
গ্রহন করা হবে।

Exit mobile version