Site icon Jamuna Television

যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে রিপন কাজী (৩৮) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কলিমাঝি দেউলী এলাকার তালতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। রিপন কাজী উপজেলার বাগডাঙ্গা গ্রামের ছিরু কাজীর ছেলে।

তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় চুরি, ডাকাতি ও মাদকমামলাসহ ১৪ টি মামলা রয়েছে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, চুরির মালামাল অথবা মাদকদ্রব্য বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে ওই চক্রের সদস্যরাই তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

Exit mobile version