Site icon Jamuna Television

পটুয়াখালীতে চিকিৎসক, ডায়াগনোস্টিক, ক্লিনিক মালিকদের বিক্ষোভ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মশিউর রহমানকে হত্যার হুমকি ও সেন্ট্রাল হসপিটাল ভাঙচুর ও লুটতরাজের প্রতিবাদে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পটুয়াখালীতে কর্মরত সকল চিকিৎসক, ডায়াগনোস্টিক ও ক্লিনিক ও ফার্মেসির মালিকপক্ষ।

আজ দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমএ জেলা শাখার সভাপতি ডাঃ মিজানুর রহমান, ডায়াগনোস্টিক ও ক্লিনিক ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ জগন্নাথ পাল, বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ পরিমল চন্দ্র, ডায়াগনোস্টিক ও ক্লিনিক ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বশির আহমেদ মৃধা প্রমূখ।

বক্তারা এ ঘটনায় মামলা দায়েরের পর অনবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি করেন।

Exit mobile version