Site icon Jamuna Television

শাহজাদপুরের সেই সাবরেজিস্ট্রার বরখাস্ত

ঘুষ নেয়ার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবরেজিস্ট্রার সুব্রত কুমার দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের একথা জানানো হয়।

সাব রেজিস্ট্রার সুব্রত দাসের দুর্নীতি নিয়ে যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর নড়েচড়ে বসে প্রশাসন। তখন রেজিস্ট্রার জেনারেল জানান দ্রুতই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে দুদকও সরকারি কর্মকর্তার ঘুষ ও দুর্নীতির অনুসন্ধান করবে বলে জানানো হয়।

Exit mobile version